প্রকাশিত: Sun, Apr 2, 2023 5:03 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:17 AM

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ যেভাবে জেগে উঠছে আমরা বিশ্বাস করি এ সরকারের পতন অবশ্যই হবে। এরপরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ আর আওয়ামী লীগের কোনো চক্রান্তে পা দেবে না। প্রতিরোধ গড়ে তুলে আপনাদের (আওয়ামী লীগ) সব চক্রান্তকে ব্যর্থ করে দেবে।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন সতর্ক হোন, সজাগ হোন, যারা আজকে ক্ষমতাকে বেআইনিভাবে জোর করে ধরে রাখার জন্য সমস্ত ভিন্নমতকে দমন করছে, হত্যা করছে, গুম করছে, নির্যাতন করছে, কারাগারে নিচ্ছে, তাদের হাত থেকে আপনারাও পার পাবেন না। তাই আজকে সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা। তিনি বলেন, সব সময় বলে এসেছি, এ সরকার গণতন্ত্র মানে না। সম্পাদনা: এল আর বাদল